হবিগঞ্জে স্প্রে দিয়ে বাড়ীঘর ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ১
হবিগঞ্জের চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সাম্প্রতিককালে চেতনানাশক স্প্রে ব্যবহার করে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই এলাকায় আতংক বিরাজ করে। এ ব্যাপারে পুলিশ জনপ্রতিনিধি ও স্থানীয় জনগনকে নিয়ে টহল জোরদার করে। অবশেষে জনতার সহযোগিতায় স্প্রে পার্টির সদস্য ফারুক মিয়া (৪০ কে গ্রেফতার করে পুলিশ।
বুধবার রাতে শায়েস্তাগঞ্জ শহরের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের কাল মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপরই রহস্য উন্মোচর হয় এই স্প্রে পার্টির।
শুক্রবার বিকেল হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী তার সভাকক্ষে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান। তিনি জানান, স্প্রে পার্টির গডফাদার মূলত তালেব। সে শায়েস্তাগঞ্জের একটি বাসা বাড়ীতে বসে মূল পরিকল্পনা করত এবং ৬জন সহযোগীর মাধ্যমে অভিযান পরিচালনা করত। সে যে বাড়ীতে বসবাস করতে সেটি সুরক্ষিত এবং অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো। সে চোরাই মালামাল চট্টগ্রামে নিয়ে বিক্রি করত।
পুলিশ এ ব্যাপারে টহল জোরদার করলে শায়েস্তাগঞ্জ থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। সে চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে। এ সময় উদ্ধার করা হয় চেতনানাশক স্প্রে, দেশীয় অস্ত্র, গাড়ীর চাবি, চোরাই সিএনজির নেমপ্লেট, সিসি ক্যামেরাসহ বিভিন্ন উপকরণ। ফারুক এর বিরুদ্ধে বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, তালেব সিএনজিসহ বিভিন্ন চোরাই কাজে জড়িত। তার বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে অনেকগুলো মামলা রয়েছে। তবে সে কোন স্থানেই স্থায়ীভাবে থাকে না। আমরা তাকে দ্রুত গ্রেফতার করতে স্বক্ষম হব বলে আশাবাদী।