জাফলং জিরো পয়েন্টে নিখোঁজ হওয়া পর্যটক’র মৃতদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজ রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
পানিতে অনেক খুঁজাখুঁজির পর প্রথমে পাওয়া না গেলেও পরবর্তীতে স্থানীয় এলাকার ডুবুরিদের মাধ্যমে মৃত্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৫০ জনের একটি গ্রুপ শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ গ্রুপের অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন।
এক পর্যায়ে রমিজ স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছে দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যায়। প্রথমে খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। পরে বিকেলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের দিকনির্দেশনায় স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকেই নিখোঁজ হওয়া রমিজ উদ্দিন মৃত্যু উদ্ধার করতে সক্ষম হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, পানিতে নিখোঁজ হওয়া পর্যটক রমিজ উদ্দিন কে টুরিস্ট পুলিশ সহ আমাদের গোয়াইনঘাট থানা পুলিশ এবং একদল স্থানীয় এলাকার ডুবুরি দিয়ে উদ্ধার কাজ চালালে এক পর্যায়ে পানিতে নিখোঁজ হওয়া পর্যটক রমিজ উদ্দিন কে মৃত্য অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। আইনি পক্রিয়া শেষে আত্মীয়দের মাঝে হস্তান্তর করা হবে