কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতির পিতার মাগফেরাত কামনায় দোয়া

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ গ্রামের বাসিন্দা, কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের নির্বাহী সদস্য কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদের পিতা মরহুম ফয়জুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ আগস্ট) বাদ আসর কালাইরাগ জামে মসজিদে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের পক্ষ থেকে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের পরিচালনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কালাইরাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইয়াকুব আলী ।
রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মুনাজাত করেন তিনি। আলোচনা সভায় উপস্থিত সকলেই মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, ফয়জুর রহমান ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার একজন প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মরহুমের ভালো কাজগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমুলক কাজে সর্বদা নিয়োজিত থাকতেন৷ আল্লাহ মরহুমের ভালো কাজের উছিলায় জান্নাতুল ফেরদৌস দান করুন।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট রিপন আহমদ, ৫নং উত্তর রণিখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য জয়নাল আবেদিন, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সিনিয়র সদস্য ডা. আব্দুল আউয়াল, কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিব, কোছাপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সানি, রাজু। শাখা কমিটির- লুৎফুর,ইমন, সুমন ও কোছাপের সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন- আবু উবায়দা, মিনহাজুর রহমান, ফয়সাল, সোহেল, জুবায়ের, তৈরুছ, রুকন, আলীম প্রমুখ। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ঢাকার আজগর আলী মেডিকেলে ভোর ৫ টায় প্রবীন এই সমাজসেবক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।