মিঠুন দত্ত’র বিদেহী আত্মার শান্তি কামনায় মদন মোহন কলেজ ছাত্রলীগের প্রার্থনা
সরকারি মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সক্রিয় কর্মী মিঠুন দত্তের এর মৃত্যুতে আত্বার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নিম্বার্ক আশ্রমে মিঠুন দত্ত বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারী মদন মোহন কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২১ জুলাই সন্ধ্যা ৮টা ২০ মিনিটে তিনি আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যূবরণ করেন।