মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ২০
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটুরা গ্রামে পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে ওই গ্রামের হুমায়ূন কবীর ও আলী আহম্মদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর থানার একদল পুলিশ ঘটনাস্হলে পৌছলে পরিস্হিতি স্বাভাবিক হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছিল।শনিবার সকালে আলী আহম্মদ পক্ষের কয়েকজন জমিতে কাজ করতে যাচ্ছিলেন।পুর্ব বিরোধের জের ধরে হুমায়ূন কবীরের লোকজন তাদের পথরোধ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ২০জন আহত হন।
এর মধ্যে দানাই মিয়া,হৃদয় মিয়া, হুমায়ূন কবীর,খলিলুর রহমান ছোট, ফয়জুন্নেছা, মাকসুদা আলাই মিয়া ,কাশেম মিয়া.সুমন মিয়া,আলী, সেনু মিয়া, আকবর,সাদেক মিয়া, কামরুল, এনাম খা, ফরিদ মিয়া মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সসহ বিডিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বলেন খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্হলে পৌছে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেছে।