কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধার ইন্তেকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর জানাজার নামাজ পুটামারা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার আগে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল সাফিনের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমূখ।
এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা লামাপাড়া গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।