শায়েস্তাগঞ্জ পুরান বাজার ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শায়েস্তাগঞ্জ পুরান বাজার আঞ্চলিক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালের ব্যক্তিগত কার্যালয়ে শায়েস্তাগঞ্জ পুরান বাজার আঞ্চলিক কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্দিক আলী (মেম্বার) কে সভাপতি এবং ইমরান সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ফারুক মিয়া, ফরিদ মিয়া ও মাখন মিয়াকে সহ-সভাপতি, মখলিছ মিয়া ও রানা মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মখলিছ মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচিত ৪৭ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।
এসময় কমিটির সদস্যরা শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবালকে ফুলেল শুভেচছা জানান।
এ বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান সরদার বলেন, কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে ২ বছর পর পর নতুন কমিটি গঠন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২য় বারের মতো আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আমি সকলের সহযোগিতা কামনা করি এবং সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।