সিলেটে চার দফা দাবী নিয়ে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন
দৈনিকসিলেট ডটকম :
ইন্টার্নশিপ বহাল এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে সিলেটে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
রোববার (২৭ আগস্ট) দুপুরে সিলেটের সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের চার দফা দাবি তুলে ধরে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নশিপ বহাল সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
এসময় তারা চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিডিএমএ এর অতিরিক্ত মহাসচিব ডা. প্রদীপ কুমার দাস, সিলেট জেলা বিডিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. শিব্বীর আহমদ, বিডিএমএ – এর সিলেট বিভাগীয় নেতা ডা. আকিজ আহমদ, ডা. সফিক আহমদ প্রমুখ।
এদিকে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগসহ সারা দেশের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট করছে