সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চালক নিহত
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের ট্রাক চাপায় বাদশা মিয়া (২২) নামে এক মোটটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ রোডে ধনপুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মিয়া জালালাবাদ থানার নোয়াগাও, শাহপুর এলাকার আনিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সু্ত্রে জানা যায়, আজ বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার ধনপুর পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে মোটটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই বাদশা মিয়া মারা যান।
সিলেটের জালালাবাদ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রোকন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পরে থেকে ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।