যুবককে নির্যাতন: ইউপি সদস্যসহ দুজন কারাগারে
দৈনিকসিলেট ডেস্ক :
কুমিল্লার বরুড়ায় চুরির অভিযোগে যুবককে উল্টো করে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। নির্যাতনের শিকার যুবক আবদুল হান্নান শনিবার রাতে স্থানীয় ইউপি সদস্যকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন।
এ ঘটনায় প্রধান আসামি ভাউকসার ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলামসহ দু’জনকে গ্রেপ্তারের পর রোববার আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, উপজেলার চোত্তাপুকুরিয়া এলাকায় চুরির অপবাদে হান্নানকে অমানুষিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শনিবার রাতেই দু’জনকে গ্রেপ্তার করা হয়। ইউপি সদস্য জহিরুল বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার অপর ব্যক্তি চোত্তাপুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম। এ ছাড়া মামলায় নাম থাকা অন্য আসামিরা হলো– একই গ্রামের যুবদল কর্মী শাহপরাণ, মো. মিজান, ইয়াছিন, মো. রিমন ও মো. সোলাইমান।
এজাহারে বলা হয়েছে, আসামি নুরুলের চা দোকানের ব্যাটারি চুরির অভিযোগে শনিবার জহিরুলের নেতৃত্বে অন্য আসামিরা হান্নানকে বাড়ি থেকে তুলে নিয়ে চোত্তাপুকুরিয়ার জনতা মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে জোর করে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য হান্নানকে আমগাছে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়।
হান্নান সমকালকে বলেন, চুরির স্বীকারোক্তি আদায় করতেই তাঁর ওপর নির্যাতন করে আসামিরা। তিনি চিৎকার করলেও কেউ এগিয়ে যাননি।
ভাউকসার ইউপি চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে হান্নানের সঙ্গে তাঁর বড় ভাই আবদুল কুদ্দুসের বিরোধ আছে। কুদ্দুস স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর ইন্ধনেই জহির ও তাঁর লোকজন হান্নানকে নির্যাতন করেছে। এ তথ্য জহিরুলই তাঁকে জানিয়েছেন।
বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, নির্যাতনের শিকার যুবককে চিকিৎসা দেওয়া হয়েছে। ভিডিও দেখে আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।