জামালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা
মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে নবাগত যোগদানকৃত ওসি দিলীপ কুমার দাস জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওসির সভাকক্ষে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ওসি দিলীপ কুমার দাস বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি আপনাদের স্টেশনে নতুন এসেছি, অপরাধ দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। চাঁদাবাজি আমার ষ্টেশনে জিরো টলারেন্সে নামাবো। এছাড়াও বিআইডব্লিউটি এবং উপজেলা পরিষদ থেকে ইজারাপ্রাপ্ত নৌপথে টুল আদায় করে কিছু লোকের সাথে আমার কথা হয়েছে। তাদেরকে বলা হয়েছে আইনের ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যে কোনো অপরাধ আপনাদের চোখে ধরা পড়লে আমাকে সাথে সাথে জানাবেন।
এ সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি নিজাম নূর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, অর্থ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দপ্তর সম্পাদক মহসিন কবির, প্রচার প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ, সদস্য সাইফ উল্লাহ।