বিশ্বনাথে রোপা আমন ধান চাষাবাদে ব্যস্ত কৃষকেরা
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় রোপা আমন আবাদে বিস্তৃর্ণ মাঠে মাঠে এখন সর্বত্র দেখা যাচ্ছে কৃষকদের ব্যস্ততা। সকাল বিকাল পুরোদমে চলছে রোপা আমন ধান রোপনের কাজ। প্রকৃতি থেকে পাওয়া বৃষ্টির পানিতে আমন চাষাবাদে যেন দম ফেলার সুযোগ নেই উপজেলার কয়েকটি ইউনিয়নের চাষীদের ।
পরিবারের সদস্যদের নিয়ে কেউ জমি তৈরি করছেন,কেউ বীজতলা থেকে চারা সংগ্রহ, কেউ আবার রোপনে রয়েছেন সকাল থেকে বিকেল পর্যন্ত। মাঝে মধ্যে গরু দিয়ে হাল চাষ করতে দেখা গেলেও অধিকাংশ কৃষক আধুনিক প্রযুক্তির ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বিশেষ করে চলতি মাসে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশির কারণে চাষাবাদে খরচের পরিমান কম। তবে শ্রমিকের বাড়তি মুজুরী নিয়ে শংকায় আছেন অনেক কৃষক।
পাশাপাশি নিম্নাঞ্চলে বৃষ্টির পানি বেশী থাকায় আপাতত আমন রোপণ সম্ভব হচ্ছে না।পানি কমলে রোপন করবেন বলে জানিয়েছেন অনেকে।
কৃষক রমজান আলী বলেন,, ২ বিঘা জমিতে ব্রি- আর -২২ ও ব্রি- আর- ২৩ রোপন করেছি। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বাম্পার ফলনের আশা করছি। তবে এ বছর শ্রমিকের মুজুরী গুণতে হয়েছে বেশি। কৃষক মতিন মিয়া বলেন, কয়েক কেদার জমিতে ব্রি আর ২২ ধান রোপন করেছি। আরো কিছু জমিতে রোপন করতে কিছুটা বিলম্ব হতে পারে।
কারণ জমিগুলো একটু নিচু।পানি রয়েছে।পানি কমলে সেগুলোতে রোপন করবো। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক জানা যায় এ বছর উপজেলায় ১৩ হাজার ২২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমন ধান আবাদের জাত সমূহ,ব্রি- ৭৫,ব্রি- ৯৫,ব্রি- ৯০,ব্রি-৮৭,ব্রি- ৫২,ব্রি- আর ২২, ও ব্রি আর- ২৩।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন,এ বছর আমন ধানের লক্ষ্যমাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রমসহ কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ চলমান রয়েছে এবং স্বল্প জীবনকালের আমন ধান উৎপাদনে তাদেরকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করা হয়েছে।