আল ইসলাহর বড়চতুল ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ৫নং বড়চতুল ইউনিয়ন শাখার ০৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি রোজ সোমবার বাদ জোহর গঠন করা হয়েছে।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আনজুমানে আল ইসলাহ কানাইঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা আল আমীন সিদ্দিকী ও উপজেলা আল ইসলাহর উপজেলা শাখার অন্যতম সদস্য মাওলানা রাশিদ আলী।
সর্বসম্মতিক্রমে মাওলানা হাফিজ বিলাল আহমদকে আহবায়ক,হাফিজ সেলিম আহমদকে যুগ্ম আহবায়ক,হাফিজ কুতুব উদ্দিন ডালিমকে সদস্য সচিব, মাওঃআব্দুল মুছাব্বির যুগ্ম সদস্য সচিব,সদস্য যথাক্রমে মোঃআলী আহমদ, ক্বারী আবুল মনসুর মোঃ সাবেল,মোঃ ইমাদ উদ্দিন জুনেদ,মোঃ ইসলাম উদ্দিন রুহান,মোঃ হাসান আহমদ মনোনীত করা হয়।