কোম্পানীগঞ্জে বিভিন্ন পেশার নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।
সোমবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নিজের বক্তব্যে নবাগত জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশ একদিন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। ২০১৯ সালে চতুর্থবারের মত সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করতে চান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ আর মিথ্যা নয়। এ স্বপ্ন পূরণের ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে ২০ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব-এর জন্মশত বর্ষে দেশবাসীকে ‘রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ উপহার দিতে পেরে আনন্দিত প্রধানমন্ত্রী। আজকে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, আপনারা সবাই জানেন সেই স্মার্ট বাংলাদেশের চারটি ভিত্তি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে স্মার্ট নাগরিক, আরেকটি হচ্ছে স্মার্ট গভর্মেন্ট। ‘স্মার্ট নাগরিক ও স্মার্ট গভর্মেন্ট’ এই দুটো কাজের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। স্মার্ট নাগরিক গঠনের দায়িত্ব আমাদের। আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষিকর্মর্তা সহ সকলেরই দায়িত্ব স্মার্ট নাগরিক গঠনের। একদম সরাসরি শিক্ষার্থীদেরকে স্মার্ট বাংলাদেশের সাথে পরিচয় করাতে হবে। স্মার্ট বাংলাদেশের কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেটা কিভাবে আমরা গড়ে তুলতে পারি, সেগুলো তাদের মধ্যে প্রচার-প্রচারণা করতে হবে। সাথে সাথে স্মার্ট গভর্মেন্ট; ডিজিটাল সেবা নাগরিকদের মধ্যে পৌঁছানো, সে দায়িত্বটাও আমাদের। এগুলোর জন্যে আমরা সর্বদা প্রস্তুত ।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ তাদের কার্যালয়ের চলমান উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহিদুল ইসলাম, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান মো. জিয়াদ আলী, দক্ষিণ রণিখাই ইউপির চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক কবির আহমদ, পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউপির চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি মো. শরীফ আহমদ, উপজেলা বিআরডিবির সহ-সভাপতি ইকবাল হোসাইন আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি প্রমুখ।