লঞ্চঘাট ও মঈনপুর গ্রাম ভাঙ্গন রক্ষার প্রতিরোধ কাজের উদ্বোধন
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট নদী ভাঙ্গন হতে রক্ষার জন্য জিওবেগ এবং সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামকে রক্ষার জন্য প্রতিরোধ মূলক কাজের কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ্।
সোমবার বিকেলে উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় পীর মিসবাহ্ বলেন, আমার নির্বাচনী এলাকার গ্রাম গুলোকে সুরমা নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে আমি কাজ করছি।আমি সংসদ সদস্য হওয়ার পর থেকেই প্রতি বছর অস্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি। এটি চলমান রেখেছি,মন্ত্রীদের দ্বারে দ্বারে গিয়ে মানুষের ঘর বাড়ী রক্ষার্থে বরাদ্দ নিয়ে আসি।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ পওর বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ- সহকারী প্রকৌশলী মনির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু ,জাপা নেতা সিরাজুর রহমান সিরাজ,সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ প্রমূখ।