নদী ভাঙনের মুখে কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
চেঙ্গেরখাল নদীর ভাঙনের কবলে পড়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন-আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। যেকোনো সময় বিদ্যালয়ের ভবন নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।
ভাঙনের হুমকিতে পড়েছে বিদ্যালয়ের একটি পাকা ও একটি টিনশেড ভবন। নদীভাঙনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। নদী ভাঙনের কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি কম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল বলেন, এ নদীতে প্রতিনিয়ত চলে বড় বড় স্টিলবডি নৌকা, নদীর স্রোত ও নৌকার ঢেউয়ে প্রতিবছরই নদী ভেঙে ভেঙে বিদ্যালয়ের কাছে চলে এসেছে। এখন ভবনের দেয়াল ঘেঁষে বইছে নদী। আমরা সব সময় আতঙ্কে থাকি। আতঙ্কে শিশু ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি কম।
বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা আক্তার, জেমিমা জান্নাত অর্পি ও মিজান আহমদ বলেন, আমাদের স্কুলের সামনে চেঙ্গেরখাল নদী। স্কুলে আসতে ভয় লাগে, ক্লাসে বসে সব সময় নদীর দিকে তাকিয়ে থাকি। যেকোনো সময় স্কুল ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা হাসিম আলী ও সরোয়ার খান বলেন, নদীটি বিদ্যালয় ভবনের কাছে চলে এসেছে। যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে। স্কুলটির পাশেই আমরা (এলাকাবাসী) জমি দিয়েছি। আপাতত টিনশেডের ঘর তুলে সেখানে ক্লাস করানো হোক।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়টির বর্তমান অবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।