সুনামগঞ্জে আলেম-ওলামাদের নিয়ে সভা
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে’ আলেম-ওলামাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ আগস্ট)সকাল ১০টায় সুনামগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশনের সম্মেলন কক্ষে এ সভা চলে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, পৌর সভার মেয়র নাদের বখত, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন সিলেটের কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানাজার কাজল আলসান্স দ্রং সহ সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম- ওলামাগণ অংশগ্রহণ করেন।