শায়েস্তাগঞ্জে অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২৯ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা ৪টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে উপজেলার নতুনব্রিজ এসআর আবাসিক হোটেল এর দ্বিতীয় তলায় হবিগঞ্জ জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ১৩/১৯) এর অন্তর্ভুক্ত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক শাখার দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে সার্বিক তত্বাবধানে ছিলেন, হবিগঞ্জ জেলা অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জনাব শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব তানভির আহমেদ জুয়েল প্রমুখ।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলহাজ্ব আব্দুল মজিদ সভাপতি এবং আম প্রতিকে ৩৯১ ভোট পেয়ে মোঃ উছন আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ৩৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি মোঃ উস্তার আলী, ৩৮৬ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক সজলু মিয়া, ৩২৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ নাসির মিয়া, ২৬৬ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ শাহিন মিয়া, ২৪৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ আব্বাস মিয়া, ৩২৭ ভোট পেয়ে ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ আব্দুল কাইয়ুম, ২৭৮ ভোট পেয়ে লাইন সম্পাদক হয়েছেন মোঃ রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক মোঃ দুলাল মিয়া ২৫২ ভোট, প্রচার সম্পাদক মোঃ তায়েব আলী ২২১ ভোট, সদস্য মোঃ নানু মিয়া ২৯১, মোঃ রাজু মিয়া ২২১, মোঃ খলিলুর রহমান ২১৬, মোঃ মঞ্জুর আলী ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষনা শেষে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নির্বাচিত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।