ঢাকায় ছাত্র সমাবেশে যোগ দিতে শাবি ছাত্রলীগের প্রস্তুতি সভা

শাবি প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমানের সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো.খলিলুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া।
এছাড়া তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা আজিজুল হক সীমান্ত, রেজাউল হক সিজার, ইমামুল হক রিদয়, সুজন বৈষ্ণব, নাহিদ হাসান খান, মনির হোসেন তালুকদার, উজ্জ্বল দাস চিনু, লোকমান হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঢাকার রাজপথেও শাবিপ্রবি সুশৃঙ্খল থেকে ঐতিহাসিক সমাবেশের স্বাক্ষী হবে।পহেলা সেপ্টেম্বরের ঐতিহাসিক ঢাকার সমাবেশ সফল করতে আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আবারো বাংলাদেশে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবে। এসময় প্রস্তুতি মূলক সভায় সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ঢাকার সমাবেশ সফল করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নেতারা।