নির্বাচনের আগেই জনগনের আস্থা হারিয়ে দিশেহারা বিএনপি: এমপি মিলাদ

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সকল পরিকল্পনা ভেস্তে যাওয়ায় দিশেহারা বিএনপি নেতারা এখন বিদেশ যাওয়ার রাস্তা খুঁজে বেড়াচ্ছেন। জনগন এখন আর ত্রাসের রাজনীতি চায় না। বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতিকে জনগন প্রত্যাখান করেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়েছিল জিয়াউর রহমান’রা , ২১ আগস্টে সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে তারই পুত্র তারেক জিয়া’রা। জনগণের কাছে এসব কিছুই পানির মতো পরিস্কার।
উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের বক্তব্যেও উঠে এসেছে বিএনপি-জামায়াত সরকারের সেই সন্ত্রাসী রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ। তারা বলেন ‘দেশের মানুষ এখন শান্তিতে নির্বিঘ্নে বসবাস করছে আর এই শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জনগন পুনরায় শেখ হাসিনার সরকারেকেই নির্বাচিত করতে চায়।
গজনাইপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি টুকু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, মোস্তাক আহমেদ মিলু, আবু সিদ্দিক, সাঈফা রহমান কাকলী, সাবের হোসেন চৌধুরী, দুলাল চৌধুরী, আব্দুল মুকিত, সদর মিয়া, শামসুন্নাহারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীবৃন্দ।