পূর্ব বিরোধের জেরে ফলোজ গাছ কর্তন করলো দুর্বৃত্তরা

চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়াব্দা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ফলজ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। ৩০ আগস্ট বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে।
জানা যায়, মিরাশী ইউনিয়নের বড়াব্দা গ্রামের আশরাফুলদের সাথে,দীর্ঘদিন ধরে গোলাম মোর্শেদ শাকিল, কদ্দুছ আলী,জিতু মিয়া, রিপন মিয়া,গংদের সাথে রাস্তাঘাট জমি জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল আশরাফুলদের পরিবারের সাথে।
এব্যাপারে আশরাফুল রহমান বলেন তাদের সাথে আমাদের পরিবারের দীর্ঘ যাবত জমিজমা রাস্তাঘাট নিয়ে বিরোধ চলে আসছে,কিন্তু আমার বাড়ির, ফলজ গাছ, আম,জাম,জাম্বুরা,সফরি,লেবু, সুপারি গাছ গুলো কেটে ফেলার কি দরকার ছিলো তাদের।
শত্রুতা থাকলে তাদের আমার সাথে আছে গাছ গুলোর কি দোষ করেছে। গাছের সাথে শত্রুতা থাকতে পারে না।তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন, এবং দুর্বৃত্তদের বিচার দাবি করেন।আশরাফুল রহমানের মা নুরুন্নেছা বেগম বলেন তিনি ভোরে ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান কদ্দুছ মিয়া গংরা বাড়ির পাশের ফলোজ গাছগুলি কেটে পালিয়ে যাচ্ছে। এ সময় তিনি ডাকাডাকি করলে তার পরিবারের অন্যান্য লোকজন এসে নেক্কারজনক ঘটনাটি দেখতে পান।