নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মন্ত্রী ইমরান

গোয়াইনঘাট প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগ সাধারণ জনগণের ক্ষমতায়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কর্মী। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অপরদিকে আমাদের প্রতিপক্ষরা যেই মিথ্যাচার করছে, তা আমাদের সত্য দ্বারা মোকাবিলা করতে হবে। এ জন্য সবাইকে দায়িত্ব নিতে হবে।আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের আজকের যৌথ কর্মী সভায় বিপুল মানুষের সমাগম উৎসাহ উদ্দীপনা প্রমান করে এই দলের শেখর কতটা বিস্তৃত কতটা মজবুত।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ইমরান,আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের স্ব-স্ব অবস্থান থেকে প্রস্তুত থাকার আহবান জানান।
মন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
৬ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়ানঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম ,সহ-সভাপতি সামসুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষচন্দ্র পাল সানা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন মাস্টার সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।