স্ত্রীর কাছে যে ৫ জিনিস কখনো লুকাবেন না
দৈনিকসিলেট ডেস্ক :
স্বামী-স্ত্রী সম্পর্ক বলতে গেলে সুঁই-সুঁতায় বাঁধা। একটু হ্যাঁচকা টান পড়লেই, ব্যাস। সম্পর্কটা ভালো রাখতে চাইলে বউকে খুশি করতে অন্তত এই ৫ জিনিস কখনো লুকাবেন না। জেনে নিন, কী সেই ৫টা জিনিস-
অতীতের সম্পর্ক
হতেই পারে, আপনার জীবনে পুরোনো প্রেম ছিল। অনেকেরই থাকে বা থাকতে পারে। কিন্তু কিছুতেই সেই সম্পর্কের কথা লুকিয়ে রাখবেন না।
নিজে থেকেই জানিয়ে দিন বিষয়টি। এতে স্ত্রী আপনাকে বিশ্বাস করবে। তবে আপনি জানালেন না অথচ তিনি নিজ থেকেই জেনে গেলেন, তখন কিন্তু আর রক্ষা নেই।
লুকোচুরি করবেন না
পুরোনো সবকিছু নিয়েই খুব সাধারণ ব্যবহার করুন। এমন ভাব করবেন না যাতে আপনাকে দেখে, আপনার কথা শুনে মনে হয়, আপনি কিছু লুকাচ্ছেন। মেয়েরা তার স্বামী কিছু লুকাচ্ছে, এটা কিছুতেই মানতে পারে না।
দুর্বলতা জানান
নিজের কোনো দুর্বলতা থাকলে সেটা অবশ্যই স্ত্রীকে বলুন। এতে আপনি তার কাছে ছোট বা দুর্বল হয়ে যাবেন না। এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে ওই দুর্বলতা কাটিয়ে উঠতে নিশ্চয়ই সাহায্য করবে।
বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেবেন না
আপনি ছেলে বন্ধুদের সঙ্গে সময় কাটাতেই পারেন আলাদা করে। তবে সেটি তাকে না জানিয়ে একদমই করবেন না।
যোগাযোগ রাখুন
আপনার মেলামেশা কাদের সঙ্গে সেটা সবসময় আপনার স্ত্রীকে জানান। তাদের সঙ্গে পরিচয় না করালেও হবে। তবে আপনার স্ত্রী যেন না জানতে পারেন যে, আপনি কাদের সঙ্গে সময় কাটান।