শাবির জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রব্বানী, সম্পাদক অঙ্গন

শাবিপ্রবি প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের’ চার সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রব্বানী মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী অঙ্গন দেব মনোনীত হয়েছেন।
শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সদ্য গঠিত কমিটির বাকী সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রুবেল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোলায়মান হক মনেনীত হন।