জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের পর্যটন জনপদ হিসাবে দেশব্যাপী পরিচিত গোয়াইনঘাট উপজেলার জাফলং-খাসিয়া পল্লী পর্যটন এলাকা পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
শনিবার (২ সেপ্টেম্ব) বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের জাফলং জিরো পয়েন্ট ও নকশিয়া খাসিয়া পল্লী’তে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার (ইনচার্জ) কে এম নজরুল ইসলাম, জাফলং টুরিস্ট পুলিশের (ইনচার্জ) রতন শেখ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার।