শান্তিগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিকসিলেটডটকম
‘কৃষিই সমৃদ্ধি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।
শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল ইকবাল, শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমায়েদ নুর, অলক চন্দ্র দাশ, মৌ রায় হাবিবা বেগমসহ প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে জয়কলস ও পাথারিয়া ইউনিয়নের ৬০ জন কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।