সিলেটে পাঁচ হাজার পিস ইয়াবার চালানসহ গ্রেফতার ১
সিলেটে ইয়াবার বিশাল চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহপরান থানা পুলিশ।রোববার দুপুর পৌণে ১টার দিকে বটেশ্বর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবার চালান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান উদ্দিন (৩৫) জকিগঞ্জের কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।
শাহপরান থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারী রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে মোট সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সিলেটের শাহপরান থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রায়হানকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সিলেটে ইয়াবা ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর। আমাদের অভিযান অব্যাহত থাকবে।