নবাগত ইউএনও’কে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
দৈনিকসিলেটডটকম
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর, মোঃ শামীম আহমদ, নোমানুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন ফুঠে উঠে, তেমননি নানা অসঙ্গতিও উঠে আসে। গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা সরকারের ভুলগুলো তোলে ধরেন। এতে করে ভুল থেকে বেরিয়ে আসা সম্ভব হয়।