শাবিপ্রবিতে নান্দনিক সাজে সাংগঠনিক সপ্তাহ শুরু

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের টেন্ট স্থাপনের মাধ্যমে ‘সাংগঠনিক সপ্তাহ’ শুরু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ও কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন সংলগ্নে এ সাংগঠনিক সপ্তাহ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, ক্যারিয়ারসহ বিভিন্ন সংগঠনের মোট ১৪টি টেন্ট বসেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা সংগঠনগুলোর নির্দিষ্ট মূল্যে রেজিস্ট্রেশন ফরম নিচ্ছেন। ফরম পূরণ করার মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের নবীন সদস্যপদ লাভ করছে।
এ বিষয়ে মাভৈ আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, সাংগঠনিক সপ্তাহ হচ্ছে একটা সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে সংগঠনগুলো নবীন সদস্য পেয়ে নতুন আমেজে সংগঠনের কাজকে উজ্জীবিত করে। তিনি বলেন, প্রতিবারই ক্যাম্পাসে নবীন আসার পর সাংগঠনিক সপ্তাহ শুরু হয়।
কিন্তু এবারে ব্যাপক বৈচিত্র্য দেখা যাচ্ছে। আমরা যেমন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাচ্ছি, তেমনি সদ্য আসা ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীও পাচ্ছি।
এছাড়া টেন্ট সেবা দিতে গিয়ে আমরা নবীনদের মধ্যে ব্যাপক উৎসুক ও প্রাণচঞ্চলতা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে যেন নতুন কিছু জানার, নতুন কিছু জয় করার তীব্র আকাঙ্ক্ষা ও প্রবল আগ্রহ বিদ্যমান।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরি বলেন, ক্যাম্পাসে সম্প্রতি দুইটি ব্যাচের শিক্ষার্থীরা এসেছে। তাই শিক্ষার্থীদের সংগঠনগুলো নতুন সদস্য যুক্ত করতে ‘সাংগঠনিক সপ্তাহের’ আয়োজনের জন্য আবেদন করেছে। ২৭টি সংগঠনকে দুইটি ভাগে সাংগঠনিক সপ্তাহের কার্যক্রমের জন্য অনুমতি দেওয়া হয়েছে৷