৭ এপিবিএন’র অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

দৈনিকসিলেট প্রতিবেদক :
৭ এপিবিএন এর অভিযানে দুই বছরের দু্ইজন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টা ১৫ মিনিট থেকে ৩ আগস্ট রোববার ভোর ৫টা পর্যন্ত ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেট এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় ও সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহীম এর সাবিৃখ তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোঃ যায়ীদ এর নেতৃত্বে ৭ এপিবিএন সিলেটের অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ির ইন্টেলিজেন্স টিম সিএমপি, চট্টগ্রাম এর খুলশী থানা ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি, চন্দ্রঘোনা থানার মামলা নং – ০২/১৮ তারিখ: ১৬/০৮/২০১৮ ইং, জি আর নং- ২৪৪/১৮, প্রসেস নং- ২০৭/২৩, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধীত/২০০৪) এর ২২ (গ) এর দু্ই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সুকৃতি চাকমা (৩০) ও তার সাবেক স্ত্রী কনিকা চাকমা প্রকাশ উরফে স্বপ্না চাকমা খাগড়াছড়ি জেলার পাকুজ্যাছড়ি গ্রামের মৃত মায়ারাম চাকমার পুত্র ও পুত্রবধু। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া উইং ৭এপিবিএন সিলেটের এএসআই মোঃ পাবেল।
তারা ২ বছরের সাজা এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাস জেল এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।
সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের তথ্যসহ যে কোন অপরাধের তথ্য দিয়ে ৭ এপিবিএন সিলেটকে সহযোগিতা করার অনুরোধ জানান ৭এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব খন্দকার ফরিদুল ইসলাম।