শুরুর ধাক্কা সামলে এগোচ্ছে আফগানিস্তান
দৈনিকসিলেট ডেস্ক :
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় আফগানরা। দ্বিতীয় উইকেট জুটিতে ওই ধাক্কা সামলে নিয়েছেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।
আফগানিস্তান ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ইব্রাহিম জাদরান ৩৯ রান করেছেন। তার সঙ্গী রহমত শাহ ২৭ রানে খেলছেন। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১ রান করে শরিফুলের বলে লেগ বিফোর হয়েছেন।
এর আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় সর্বোচ্চ রান তোলার পথে বাংলাদেশের দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন।
মেক শিফট ওপেনার মেহেদী মিরাজ ১১২ রানের ইনিংস খেলেছেন। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন। নাজমুল শান্ত চারে নেমে খেলেছেন ১০৪ রানের ইনিংস।
এছাড়া দলের বড় রানে ওপেনার নাঈম শেখের ২৮ রান, মুশফিকুর রহিমের ১৫ বলে ২৫ রান ও সাকিব আল হাসানের ১৮ বলে ৩২ রান বড় ভূমিকা রেখেছে।