অবৈধ শিশু পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে যুবকের অর্থদণ্ড
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট :
হবিগঞ্জের চুনারুঘাটে নিজ বাড়িতে অবৈধ প্রক্রিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিসাবস্তি এলাকায় ফয়সাল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।এসময় অনুমোদনহীন নকল আচার,ঝালমুড়ি, চিপসসহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের শিশুখাদ্য সহ নকল মোড়ক প্রস্তুত করে মজুদ ও বাজারজাত করার দায়ে ফয়সাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ফয়সাল মিয়া ওই এলাকার হাবিব উল্ল্যার পুত্র। বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক জানান, ওই এলাকার ফয়সল মিয়া নামের এক ব্যক্তি নামি-দামি ব্র্যান্ডের শিশুখাদ্যের গায়ে লাগানো নকল মোড়ক বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে এসে তার নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন নকল আচার,ঝালমুড়ি ও চিপস উৎপাদন ও মজুদ করে বিক্রির করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে ওই যুবককে প্রথম বারের মত সতর্ক করে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন সাধারণ মানুষ এসব নকল পণ্যে ব্যবহারে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন,এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে।ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই ত্রিপদী এর নেতৃত্বে একদল পুলিশ।