শিপ্রঅ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবর্ধনা

দৈনিকসিলেটডটকম
প্রকৌশলীরা দেশের গুরুত্বপূর্ণ অংশ। অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। সভ্যতার বিকাশের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন প্রত্যেক জাতির উন্নতির পরিচয় বহন করে। যেখানে গুরুত্ববহ দায়িত্ব পালন করেন প্রকৌশলীগণ। নজরুল হাকিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নিবেদিতপ্রাণ এক মানুষ। পদোন্নতির কারণে তাঁর যে শূন্যতা তৈরি হবে তা অপূরণীয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম তও¦াবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি হওয়ায় সংবর্ধনা প্রদান ও বরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম তও¦বাধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি হওয়ায় সংবর্ধনা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট সার্কেলের তও¦াবধায়ক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলামকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রবিবার (০৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সভাপতি নিরেশ দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান ও সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক এ.টি.এম হাসান জেবুল।
সেলিম আহমদ সেলিম ও আরাফাত খান ইয়ামিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ইমাম উদ্দিন, কামরুল ইসলাম, আবুল হোসেন, শামছুল ইসলাম মিলন, হাসান আহমদ, সবেদুর রহমান মুন্না, নিশি কান্ত দাস, মুশফিক জায়গীরদার, গিয়াস উদ্দিন সুন্দর, প্রদীপ কুমার দে, আনহার শিকদার, উজ্জল বখত প্রমৃখ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নূর আহমদ।