পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ গ্রেফতার ১১
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার(৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতরকৃতরা হলেন: উপজেলার লক্ষিপুর এলাকার হাজ্বী আইয়ুব আলীর পুত্র মোঃ জাহির মিয়া, জিকুয়া গ্রামের মৃত আনোয়ার আলীর পুত্র শফিক মিয়া ও জনাব আলী, উসমান আলীর পুত্র ইমরান মিয়া ও মামুন মিয়া, নোয়াগাও গ্রামের হাজী কুতুব আলীর পুত্র মোঃ সাদ্দাম , চানপুর বস্তির আঃ হামিদের পুত্র দুলাল মিয়া, আঃ হকের পুত্র লিটন মিয়া, বালিয়ারী গ্রামের মৃত আঃ বারিক মিয়ার পুত্র কুতুব আলী ও তার স্ত্রী নাছিমা আক্তার, পারকুল বস্তির
মকসুদ আলীর পুত্র আব্বাছ আলী। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হক জানান, রবিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি রাশেদুল হক জানান ।