শাবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৩-২৪ বর্ষের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো: মনসুর আলম নিরব এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী এমরান হোসেন মনোনীত হয়েছেন।
শনিবার(৩ সেপ্টেম্বর) ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. মনসুর আলম নিরবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. রাজ্জাক আলী রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত রায়, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক হরিভক্ত অধীকারী, অর্থ সম্পাদক আফনান আক্তার, দপ্তর সম্পাদক পীর নাঈমুজ্জামান নাঈম, উপ-দপ্তর সম্পাদক কল্যাণ পাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিশন রায়, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম অনিক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হোসাইন , তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুস্মিতা মৌ এবং দুইজন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে আনোয়ার হোসেন সোহাগ ও হেদায়েদ আলী।