কে হচ্ছেন অগ্নিকন্যা?

দৈনিকসিলেটডেস্ক
মধ্যরাতে হঠাৎ একটি পোস্টার শেয়ার করেন নির্মাতা সৈকত নাসির। এক লাসময়ী অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। এরপরই ঘোষণা এল- জাজ মাল্টিমিডিয়ার আলোচিত সিনেমা ‘অগ্নি’র সিক্যুয়েল ‘অগ্নি ৩’। কিন্তু নায়িকা হচ্ছেন কে?
আগের দুটি কিস্তিতে নায়িকা হিসেবে দেখা গেছে মাহিয়া মাহিকে। কিন্তু তার রাজনৈতিক ব্যস্ততা ও চরিত্রর জন্য প্রস্তুতিটা না থাকায় মাহি যে থাকছেন না, তা আগেই জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। অন্যদিকে সোশ্যাল মাধ্যমে কানাঘুষা, এতে দেখা যেতে পারে পরীমণি অথবা পূজা চেরীকে! এমন ভাবনার পেছনে বেশ কিছু কারণ আছে।
প্রথমেই বলে নেওয়া যাক পূজার বিষয়টি। জাজ থেকে বেরিয়ে শাকিব খানের সঙ্গে ‘গলুই’তে অভিনয় করেছিলেন এই নায়িকা। শোনা যায়, এতে বেশ নাখোশ ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। ফেসবুকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে পূজার পোস্ট দেওয়ার পর সেই বরফ গলেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ। পোস্টারের মেয়ের সঙ্গে অনেকটাই মিলেও যায়।
অন্যদিকে, গত ৮ আগস্ট আব্দুল আজিজের বাসায় গিয়েছিলেন পরী। কারণ ছিল নায়িকার ছেলে রাজ্যর জন্মদিনের দাওয়াত দেওয়া। তখন পরীর সঙ্গে জাজের কাজ বিষয়ে আজিজ বলেন, ‘পরীর সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়- এটা ঠিক নয়। “রক্ত” অভিনয়ের পর যেগুলো বলেছিল তা ঠিক। কারণ জাজে অনেক নিয়মকানুন আছে। এটাও ঠিক ভবিষ্যতে গল্প-চরিত্র ঠিকঠাক মতো হলে পরীকেও দেখা যাবে।’
এদিকে, ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা এসেছিল অনেক আগেই। এর মধ্যে গল্প লেখার কাজও শেষ। লিখেছেন আব্দুল আজিজ। আর এর চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। হাতে থাকা ‘মাসুদ রানা’ শেষ করেই সৈকত নাসির ‘অগ্নি ৩’র শুটিং শুরু করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
‘অগ্নি-৩’র এবার মাহিয়া মাহি থাকছেন না। তাহলে এবার কে হচ্ছেন অগ্নিকন্যা? এমন প্রশ্নের জবাবে সৈকত নাসির বলেন, ‘পোস্টারে যে মেয়েটি আছে সে-ই অগ্নি হচ্ছেন। মাহি বা পূজা কেউ না। বিষয়টি নিয়ে এখনই আমার কোনো কিছু শেয়ার করা নিষেধ আছে।’