হবিগঞ্জে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে ২১ দিনের শিশু চুরি
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের হরিপুর এলাকায় ২১ দিন বয়সী এক শিশু চুরির অভিযোগ উঠেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাবুল মিয়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শিশুটির বাবা বাবুল মিয়া জানান, শনিবার রাতে তারা তাদের আড়াই বছর বয়সী ছেলে ও ২১ দিন বয়সী মেয়ে নুসরাত জাহান ফাতেমাকে নিয়ে তিনি ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরে মা শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে জেগে উঠেন। তখন দেখতে পান তার সন্তান নেই। ঘরের জানালাও খোলা। এরপর থেকেই তারা বিভিন্ন স্থানে খোঁজেও তার কোনো সন্ধান পাননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. বদিউজ্জামান জানান, হরিপুরে নুসরাত জাহান ফাতেমা নামে ২১ দিন বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পেয়েছেন। এরপর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।