সিলেটে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের বিশ্বনাথ উপজেলার বাইপাস পয়েন্ট সংলগ্ন মেসার্স হাওয়া এন্টার প্রাইজ এর সামনের রাস্তা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক যুবককে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটক যুবক মোহাম্মদ উজ্জ্বল রানা (২৩) বিশ্বনাথ উপজেলার দশঘরের কানু মিয়ার ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে অভিযানকালে রেজিস্ট্রেশন বিহীন চোরাই ১৩৫ সিসি PULSAR LS মোটর সাইকেলের ইঞ্জিন নং- JEGBTHO9811 এবং চেসিস নং- MD2JDJDZZTCH77528 এবং রং কালো জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করে শাহ মোহাম্মদ উজ্জ্বল ( রানা) (২৩) এর দখল হইতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতার শাহ মোহাম্মদ উজ্জ্বল (রানা) দীর্ঘ দিন থেকে চোরাই মোটরসাইকেল কেনা বেচার সাথে জড়িত বলে জানা যায়।
এ ঘটনায় এস আই (নিঃ)/ মোঃ আবুল বাশার বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দায়ের করেন।