অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ২০ বাংলাদেশি গ্রেপ্তার
দৈনিকসিলেট ডেস্ক :
অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ২০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কেলান্তান থেকে একটি এক্সপ্রেস বাসে অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ।
গত ৩০ আগস্ট টার্মিনাল বেরসেপাদু সেলাতান-বন্দর তাসিক সেলাতনে (টিবিএস) বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৪৫ বছর।
অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার বাংলাদেশিরা দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। গত ৩০ আগস্ট বিকেলে তারা বাস থেকে নামতে গিয়ে ধরা পড়েন। তাদের পাসপোর্টে কোনো বৈধ নিরাপত্তা স্ট্যাম্প ও বৈধ ভ্রমণ নথি ছিল না। ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে চেক করে দেখা গেছে, তাদের মধ্যে কয়েকজনকে এর আগে অপরাধের অভিযোগে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হয়েছিল।
মহাপরিচালক আরও বলেন, গ্রেপ্তাররা দেশটির অভিবাসন আইনের অধীনে অপরাধ করেছে বলে প্রমাণিত। তাদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।