কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাবের ষান্মসিক সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) ষাণ্মসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামছুন্নাহারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে আহমদ হোসেন চৌধুরী, আব্দুল করিম, ময়নুল হক, আব্দুল কাদের, নিলু বেগম, শামসুল করিম শামীম, আব্দুল মালিক, হোসনেয়ারা বেগম, আব্দুর রহিম, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের প্রতিনিধি কল্যানী রানী দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ক্লাব গঠনের মাধ্যমে সৃজনশীল ও সৃষ্টিশীল পরিবর্তন করা সম্ভব। সমাজের ইতিবাচক পরিবর্তন সহ নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, যৌথুক প্রথা, ইত্যাদি বিষয়ে সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। সেই লক্ষে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন সহ পৌরসভায় মোট ১০টি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। ২০ জন কিশোরী ও ১০ জন কিশোরের সমন্বয়ে একেকটি ক্লাব গঠন করা হয়েছে।