সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধদের পাশে জেলা প্রশাসন
দৈনিক সিলেট ডট কম
সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন সিএনজি ফিলিংস্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সিলেটের মানবিক জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তাৎক্ষনিকভাবে অগ্নিদগ্ধ ০৯ পরিবারের প্রত্যেককে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে মোট ৯০,০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
তাঁর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট ইমরুল হাসান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সিএনজি ফিলিং স্টেশন পরিদর্শন করেন এবং ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজখবর নেন। কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেনারেটর বিস্ফোরিত হয়ে সিএনজি ফিলিংস্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন, ফিলিং স্টেশনের কর্মচারি বিরতি পেট্রোল পাম্পের কর্মচারি মুহিন (২৫), ইমন (২৫), মিনহাজ (২৮), লুৎফুর (২৬) ও নগরের সুনামগঞ্জের শাল্লার অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪০), জালালাবাদ টুকেরবাজার জাঙ্গাইলের গিয়াস উদ্দিনের ছেলে তারেক (৩৫), নগরের এয়ারপোর্ট এলাকার খলাউড়া কুরবান টিলার গণি মিয়ার ছেলে রুমেল (২৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুরের জাবেদ আহমদের ছেলে রিপন আহমদ (২৪), জালালাবাদ নিকুঞ্জ আবাসিক এলাকার আরশ আলীর ছেলে রুমান (২৩)।