বড়লেখায় বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশনের অভিষেক
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় মানবতার সেবাই মূল লক্ষ্য নিয়ে সদ্য প্রতিষ্ঠিত ‘বাবরুল হোসেন আলম মানবিক ফাউন্ডেশন’ এর অভিষেক উপলক্ষে ৫০ জন মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীকে আর্থিক অনুদান, ৫০ জন দিনমজুরের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস (টাইটেল) মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বয়ান ও বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি রশিদুর রহমান ফারুক (ছাহেব জাদায়ে বর্ণভী)।
সংগঠনের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়ছল রানা ও আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, লাউতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ বদরুদ্দীন, উপাধ্যক্ষ আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার সভাপতি ইমান উদ্দিন, অধ্যক্ষ কাওছার আহমদ, সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য আজিজুল ইসলাম, আমিনুল হক, সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, হাফেজ খলিলুর রহমান সাহীন, এম সামছুল ইসলাম প্রমুখ।