ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম সাড়ে ২৫ লাখ টাকা!
দৈনিকসিলেট ডেস্ক :
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই অন্যরকম উত্তেজনা। রাজনৈতিক বৈরিতার কারণে যদিও দুদেশ এখন বৈশ্বিক আসর ছাড়া কোনো সিরিজে খেলে না। চলমান এশিয়া কাপে ফাইনালে গেলে ৩বার মুখোমুখি হতে পারে তারা। এছাড়া আগামী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে খেলবে দুদল।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটও শেষ হয়ে যায়। কিন্তু সেই টিকিটগুলোই ফের বিপুল দামে বিক্রি হচ্ছে।
ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিশ্বকাপে রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজমদের ম্যাচের টিকিটের দাম উঠেছে ১৯.৫ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে ২৫ লাখ টাকার বেশি। যেখানে অনলাইনে যে সব টিকিট কয়েক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল, সেই টিকিটগুলোই অন্য একটি অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বিপুল চাহিদার সুবাদে টিকিটের দাম পৌঁছেছে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কল্পনার বাইরে।
এমনকি ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদা ভাবে দিতে হবে ক্রেতাকে। অথচ এই টিকিটগুলির আসল দাম ৬০০০ রুপি বা প্রায় ৮ হাজার টাতা। ভায়াগোগো নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে এমনই দাম উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের। ১৪ অক্টোবরের ম্যাচের ১০০টি টিকিট এখনও তাদের কাছে আছে বলে দাবি সংস্থাটির।
এদিকে ভারতের সব ম্যাচের টিকিটের আকাশ ছোঁয়া দাম উঠেছে এই অনলাইন প্ল্যাটফর্মে। ভারত-পাকিস্তান ম্যাচের পরেই চাহিদা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের। এই ম্যাচের প্রতিটি টিকিটের দাম উঠেছে ৯ লাখ ৩১ হাজার ২৯৫ রুপি বা ১২ লাখ টাকার বেশি। এই ক্ষেত্রেও ডাক যোগে টিকিট পাঠানোর খরচ আলাদা ভাবে দিতে হবে ক্রেতাকে।