গ্রিক উপকুলে নৌকাডুবি ১৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

দৈনিকসিলেট ডেস্ক :
এজিয়ান সাগরে ডিঙ্গি নৌকা ডুবে অভিবাসনপ্রত্যাশীদের একজন মারা গেছেন। এজিয়ান সাগরের পূর্বদিকে গ্রিসের ফার্মাকোনিসির একটি প্রত্যন্ত দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। এছাড়া নৌকায় থাকা অপর ১৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছেন গ্রিক উপকূলরক্ষীরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে তিন শিশুসহ পাঁচজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তবে যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি কীভাবে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ডুবে যাওয়া নৌকাটি দৃশ্যত তুরস্কের উপকূল থেকে দ্বীপটির দিকে আসে। তবে এ ঘটনায় কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।
উপকূলরক্ষীরা জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের পাশাপাশি লেরোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তির মরদেহ।
মূলত উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার চলমান সংঘাত ও দারিদ্র্যতা থেকে পালিয়ে আসা মানুষেরা ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে চেষ্টা করেন। এর মধ্যে সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে গ্রিসমুখী হওয়ার প্রবণতা বেড়েছে।
গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বেড়ে গেলেও, ইউরোপের প্রবেশে জন্য ইতালি এখনও মূল প্রবেশ পথ। এ বছর এ পর্যন্ত ইতালিতে এক লাখ ১৪ হাজার ২০০ জন অভিবাসী পাড়ি জমিয়েছেন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এ বছর পাড়ি জমিয়েছেন স্পেনে ২১ হাজার এবং গ্রিসে ১৮ হাজার ৬০০ জন অভিবাসী। সূত্র : ইনফোমাইগ্রেন্টস