জৈন্তাপুরে জন্মাষ্টমী’র অনুষ্ঠানে এমপি ইমরান আহমদ

জৈন্তাপুর প্রতিনিধি
জাতীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সবাই মিলেমিশে বসবাস করেন। আমাদের পরিচয় আমরা সবাই বাঙালী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি’তে আমাদের সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর সদরে জন্মাষ্টমী উপলক্ষে গোপীনাথ মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, সংস্কৃতিক বিষয়ক সম্পদক ও হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট,আমিন আহমদ, রুবেল শরিফ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলে আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ উপজেলা হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে উপজেলা সদরে জন্মাষ্টমী’র এক র্যালী বের করা হয়।