জামালগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সাচনা জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত রঞ্জন দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ন সচিব ও সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, জেলা পরিষদ সদস্য দ্বীপক তালুলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রামকৃষ্ণ সেবা আশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক।
সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির কমিটির সহ সভাপতি জয়বেন্দ্র পাল, অজিত পাল, সুধীর রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক বণিক, নিরঞ্জন রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্চন পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক সজিব বণিক, অর্থ সম্পাদক নান্টু বণিক, লোকনাথ সেবাশ্রমের সহ সভাপতি প্রসেনজিৎ পাল চৌধুরী, সমাজ সেবক সৈকত ঘোষ চৌধুরী। আলোচনা সভা শেষে মন্দির ভিত্তিক শিক্ষার্থীদের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়।