স্ত্রীর ভয়ে নিরুদ্দেশ স্বামী, তারপরের ঘটনায় পুলিশের চোখ ছানাবড়া
দৈনিকসিলেটডেস্ক
দেড় বছর নিখোঁজ থাকার পর কেরালার পাথানামথিট্টা জেলার এক যুবককে পাওয়া গেছে একই রাজ্যের ইদুক্কি জেলায়। ঘটনাটা এ পর্যন্ত সাদামাটা। কিন্তু ঘটনার আছে অনেক প্যাচ।
পুলিশ জানিয়েছে, নওশাদ ২০২১ সালে নওশাদ নিজের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। নওশাদের দাবি, স্ত্রীর ভয়েই তিনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। তিনি অভিযোগ করে জানান, স্ত্রী আফসানার ডেকে আনা লোকজন তাকে মারধর করতো।
দফায় দফায় জেরার পর আফসানা গতকাল বৃহস্পতিবার পুলিশের কাছে স্বীকার করেন যে, তিনি তার স্বামীকে হত্যা করে পুতে রেখেছেন। তার তথ্য অনুযায়ী পুলিশ নওশাদের মরদেহ উদ্ধার করতেও গিয়েছিল।
ঠিক তার একদিন পরই শুক্রবার নওশাদকে জীবিত উদ্ধার করা হয়। পরে ভুল তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে আফসানাকে আটক করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি