ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার: মন্ত্রী ইমরান

মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
ধর্মীয় সম্প্রীতি আর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। এই আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন চায় আর সকল ধর্মের সম্প্রীতি অটুট রাখতে কাজ করছে। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। এক্ষেত্রে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার বিকেলে কোম্পানীগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চলমান রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন হচ্ছে উন্নয়নের নির্বাচন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় করতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ; যেখানে প্রতিটি মানুষ তাঁর সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। আপনারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন সারাজীবন এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রূপক চন্দ্র দাসের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নরেশ চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ নেতা কাজল রায়, জেলা পরিষদের সদস্যা তামান্না আক্তার হেনা, ১নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী আলাউদ্দিন, উপজেলা তাঁতি লীগের সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন