সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরনে দগ্ধদের ঢাকায় প্রেরণ

দৈনিকসিলেটডেস্ক
সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের শরীরও ১৫-৩০ শতাংশ পুড়ে গেছে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দগ্ধ প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।