নতুন কর্মসূচি দিয়ে জামায়াত ওয়ার্ম আপ হতে চাইছে

দৈনিকসিলেটডেস্ক
দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরীতে এবং ১০ সেপ্টেম্বর দেশের অন্য মহানগরীতে মিছিল করবে।
বুধবার এক বিবৃতিতে নতুন কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
মাওলানা এ টি এম মা’ছুম বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা, সারা দেশে কয়েকশত নেতাকর্মীকে গ্রেপ্তার, হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, দলের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেমা-ওলামার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হলো। এর মধ্যে আগামী শুক্রবার ঢাকা মহানগরীতে ও রোববার দেশের অন্য মহানগরীতে শান্তিপূর্ণ মিছিল করবে জামায়াত।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জামায়াতের সব জনশক্তি, দেশের আপামর জনগণ ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন দলটির এই নেতা।